ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম – ৪ (রৌমারী- রাজীবপুর- চিলমারী)আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আপন দুই ভাই মনোনয়ন পেয়েছেন। বিএনপি’র ঘোষিত ২৩৭ আসনের মধ্যে কুড়িগ্রাম -৪ আসনে প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। তিনি রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়াক কমিটির সদস্য। অপরদিকে জামায়াতে ইসলামী এই আসনে তাদের প্রার্থী রৌমারী উপজেলা কমিটির সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাকের নাম ঘোষণা করেন।
দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। 
                     সংবাদ শিরোনাম: 
                    
                    
                     বিজ্ঞাপন দিন:  
                    
                    কুড়িগ্রাম-৪ আসনে ভোটের মাঠে আপন ২ ভাই
-    
																	
																রিপোর্টার								   - আপডেট সময়: ০৫:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
 - ৩৯ বার পড়া হয়েছে
 
                                 ট্যাগস:  
                                                            
							
                            
																			







