বাদশাহী বার্তা রিপোর্ট।।দেবহাটার সুশিলগাতীর বীরমুক্তিযোদ্ধা মীর অহিদুর রহমান ৮৫ কে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।৭১ এর রণাঙ্গনের এই বীরমুক্তিযোদ্ধা উপজেলার সুশিলগাতিস্হ বাসভবনে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্হজনিত কারনে বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন।পুলিশের একটি চৌকস দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্হিত ছিলেন নির্বাহী অফিসার মিলন সাহা,ওসি মোহাম্মদ জাকির হোসেন,মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব আবৃদুল বারী মোল্ল্যা,,সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীরমুক্তিযোদ্ধা নাজমুছ সাহাদাৎ নফর বিশ্বাস সহ অপরাপর বরমুক্তিযোদ্ধারা।মৃত্যু কালে তিনি তিনপুএ এক কন্যা সহ অগণিত আত্নীয় স্বজন ও গুনাগ্রাগী রেখে গেছেন
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা মীর অহিদুর রহমানের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ১৩১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

















