সাফায়েত হোসেন বাচ্চু ও লিটন ঘোষ বাপী।।সাড়া জাগানো, আলো ছড়ানো, আনন্দ আয়োজনের পারুলিয়া ইউনিয়ন তিন লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ সখিপুর তাপসিয়া কোচিং সেন্টার শেষ হাসি হাসলো।,চরম প্রতিদন্ডিতা পূর্ণ খেলায় রানার্স আপ কালিগঞ্জের শ্রীকলা ফুটবল একাদশ।হাজার হাজার দর্শকের উপস্হিতিতে, আয়োজনকারী পারুলিয়া চেয়ারম্যান বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে উপস্হিত থেকে খেলা উদ্ভোধন ও পুরষ্কার বিতরন করেন পারুলিয়ার কৃতি সন্তান জ্বালনী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের যুগ্গ সচিব আবুল হাসান,বিশেষ অতিথি ছিলেন দেবহাটা নির্বাহী অফিসার মিলন সাহা,ওসি মোহাম্নদ জাকির হোসেন,দেবহাটা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী,জামায়াত নেতা আলহাজ্ব মাহবুবুল আলম,উপজেলা জামায়াত আমীর মাওঃ অলিউল ইসলাম,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,বাদশাহী বার্তা সম্পাদক, দৃষ্টিপাত প্রতিনিধি ও দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্বল,পারুলিয়া যুবক সমিতির সাধারন সম্পাদক খান অহেদুজ্জামান সাজন,দৃষ্টিপাত ব্যুরো প্রধান ও দেবহাটা প্রেসক্লাবের সহ সভাপতি সুমন পারবেজ সুমন বাবু, সখিপুর চেয়ারম্যান সাইফুল ইসলাম,পারুলিয়া বিএনপি সভাপতি রফিকুল ইসলাম সানা,সাধারন সম্পাদক হাসান সরাফি,বাদশাহী বার্তা প্রতিনিধি, বিএনপি নেতা সাফায়েত হোসেন বচ্চু,ইউপি সচিব প্রবীর হাজারী,অসিম ঘোষ মেম্বর,গোলাম ফরুক মেম্বর,হীরা মেম্বর। দর্শক মাতানো মনোমুগ্ধকর খেলায় উভয় দলে ছিল বিদেশী ফুটনলারের উপস্হিতি,সখিপুর তাপসিয়ায় ৬ ও শ্রীকলায় ২ জন বিদেশী খেলোয়াড়ের দিকেই দর্শকদের দৃষ্টি ছিল আলোক উজ্বল। হাজরো দর্শক আর ক্রীড়া মোদীদের পদভারে পারুলিয়া ফুটবল মাঠ সরগরম ছিল, সামান্য ধরনের বিশৃঙ্খলা ছিল না।অত্যন্ত সুন্দর পরিবেশে জাকজমক পূর্ণ ফাইনাল খেলা শেষ হয়েছে।ধারা ভাষ্য দেন সিরাজুল ইসলাম,ইলিয়াস হোসেন ইদ্রিস ও সঞ্জয় সরকার।রাতে উন্মুক্ত ময়দানে ভাগ্য লটারীর ড্র অনুষ্ঠিত হয়।সফল ভাবে খেলা সম্পন্ন করনে সহযোগিতায় সম্পৃক্ত সকলের প্রতি কৃতঙ্গতা প্রকাশ ও ধন্যনাদ জানিয়েছেন পারুলিয়ার চেয়ারময়ান গোলাম ফারুক বাবু।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
পারুলিয়া ইউনিয়ন তিন লক্ষ টাকার আলোকিত ফুটবল টুর্নামেন্টঃ ফাইনালে শেষ হাসি হাসলো তাপসিয়া ফুটবল একাদশ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- ৩৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















