বাদশাহী বার্তা ।।দেবহাটা উপজেলার ঠিকাদাররা সমিতির সদস্যরা শুক্রবার সর্বসম্নতভাবে উপজেলা ঠিকাদার কল্যান সমিতির কমিঠি গঠন করেছে।নব গঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক হলেন মোখলেছুর রহমান মুকুল ও শহিদুল ইসলাম বাবু,এবং সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন লিটন।দীর্ঘ সময় যাবৎ আওয়ামী পন্থী ঠিকাদার ও আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্তরা দেবহাটা উপজেলা ঠিকাদার সমিতীর নেতৃত্বে দিয়ে আসছিল। কমিটি গঠন আয়োজনে উপস্হিত ছিলেন জেলা ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক শাহীনুর রহমান বাব,সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন টুকু,সদর সভাপতি ও জেলা সদসয় শাহ কামরুজ্জামান কামু সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেবহাটা টিকাদারদের মধ্যে
উপস্হিত ছিলেন ঠিকাদার আব্দুর রাজ্জাক খান,মোখলেছুর রহমান মুকুল,শহিদুল ইসলাম বাবু,আলতাফ হোসেন লিটন ,আবুল হোসেন,ফিরোজ হোসেন,নুর ইসলাম সহ অপরাপর ঠিকাদররা।আগামী এক সপ্তাহের মধ্যে কমিটির অপরাপর পদগুলা নবগঠিত কমিটির সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অপরাপর পদ বন্টন করবেন
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি মুকুল,সাধারন সম্পাদক বাবু ও সাংগঠনিক সম্পাদক আলতাফ
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- ৮৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















