বাদশাহী বার্তা প্রতিনিধি।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা ওলামা দলের আয়োজনে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান খান হাবলু, পৌর ওলামা দলের সভাপতি মোঃ কামরুজ্জামান কামু, সাধারণ সম্পাদক একরামুল হোসেন মিলন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ জেলা ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা ওলামা দলের দোয়া আয়োজন
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:৪৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- ৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




















