সাফায়েত হোসেন বাচ্চু।।দেবহাটার পারুলিয়ায় একাদীক ওয়ার্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী,বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম কালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন করা হয়।বিকাল চারটায় ৫ নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়ে মিলাদ, মাহাফিল ও দোয়া অনুষ্টিত হয়।বিএনপি নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রাক্তন সাধারন সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রাক্তন সভাপতি অধ্যক্ষ আবুল কালাম,সহকারী অধ্যাপক আবুতালেব মোল্লয়া,ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম সানা,সাধারন সম্পাদক হাসান সরাফি,বিএনপি নেতা ও বাদশাহী বার্তা প্রতিনিধি সাফায়েত হোসেন বাচ্চু,ইলিয়াস হেসেন ইদ্রিস,দেবহাটা ধানের শীষ প্রতিকের সমন্বয়কারী প্রভাষক আহছান উল্ল্যা,শরিফুল ইসলাম,সাফায়েত হোসেন,প্রমূখ।সন্ধ্যায় পলগাদা ও রাত্রে নোড়ারচকে দোয়া আয়োজন করা হয়।এদিকে শুক্রবার বিকালে জেলিয়াপাড়া সাইক্লোন সেন্টারে বিএনপির দেশ গড়া সেমিনার সফলে ও মহিলাদের উপস্হির ক্ষেএে দলীয় অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্নদ আলী ও সাধারন সম্পাদক বুলবুল আহমেদ কে পারুলিয়া বিএনপির পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
পারুলিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- ১৪০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





















