আজ শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

এসএম আশরাফুল ইসলাম: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ আজিজুর রহমান ও সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতন থাকা জরুরি। মোবাইলে কথা বলা, ক্লান্তি, অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা প্রয়োজন। সভা শেষে দশজন চালকের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা

আপডেট সময়: ০৫:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

এসএম আশরাফুল ইসলাম: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ আজিজুর রহমান ও সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতন থাকা জরুরি। মোবাইলে কথা বলা, ক্লান্তি, অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা প্রয়োজন। সভা শেষে দশজন চালকের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।