হাফিজুর রহমান, দেবহাটা : দেবহাটা কলেজের বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রওশন আলী কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কলেজ পরিচালনা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
গতকাল কলেজ পরিচালনা পরিষদ ও শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দেবহাটার কৃতি সন্তান রওশন আলী উপজেলার মোবারক আলীর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। তাঁর সহোদর বিশিষ্ট চিকিৎসক আব্দুল লতিফ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের শিক্ষক-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মহিউদ্দীন সিদ্দিকী, প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান কালুসহ সকল সদস্য নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলীকে অভিনন্দন জানিয়েছেন।
রিপোর্টার 















