ষ্টাফ রিপোর্টার : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয় । উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার ( ভৃমি) শরিফ খান,উপজেলা মুক্তিযুদ্ধা কামান্ডার আলহাজ্জ আব্দুল বারী মোল্ল্যা, জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইস,লাম, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী,চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ওলিউর ইসলাম একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জল, এস আই লেলিন বিশ্বাস,পল্লি বিদ্যুৎ এজিএম স্বপন পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহার, সাইফুল ইসলাম,চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র, প্রধান শিক্ষক মদন মোহন পাল বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সাবেক সদস্য ইমরান বাশার বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সর্তক থাকা, মাদক পাচার রোধে কার্যকারী ব্যাবস্থা,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ ও সড়কের পাশে যাদের মৎস ঘের আছে তাদের সড়ক সুরক্ষা ভেড়িবাদ দেয়ার নির্দেশনা ও সার্বিক আইন – শৃঙ্খলা পরিস্তিথি স্বাভাবিক রাখার উপর আলোকপাত করা হয়।
রিপোর্টার 
















