আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সীমান্ত এলাকা থেকে বীরেশ্বর দাশ গুপ্ত (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বসন্তপুর ক্যাম্পের সদস্যরা ক্যাম্পসংলগ্ন নদীর বাংলাদেশ অংশ থেকে তাকে আটক করেন।

আটক বীরেশ্বর দাশ গুপ্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশ গুপ্তের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বিশেষ কৌশলে চারকোনা আকারের ট্যাঙ্ক (নৌকা) তৈরি করে তিনি কালিন্দী নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয়দের সহায়তায় বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

আটক বীরেশ্বর দাশ গুপ্ত জানান, তিনি কুল্যার মোড় থেকে গৌরেশ্বর নদী এলাকায় যাওয়ার উদ্দেশ্যে নিজ হাতে তৈরি নৌকায় যাত্রা করেছিলেন। তবে জোয়ার-ভাটার হিসাব ভুল করায় ভাটির স্রোতে ভেসে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক বীরেশ্বর দাশ গুপ্তকে আটক করে মামলা দায়েরের পর বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

আপডেট সময়: ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সীমান্ত এলাকা থেকে বীরেশ্বর দাশ গুপ্ত (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বসন্তপুর ক্যাম্পের সদস্যরা ক্যাম্পসংলগ্ন নদীর বাংলাদেশ অংশ থেকে তাকে আটক করেন।

আটক বীরেশ্বর দাশ গুপ্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশ গুপ্তের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বিশেষ কৌশলে চারকোনা আকারের ট্যাঙ্ক (নৌকা) তৈরি করে তিনি কালিন্দী নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয়দের সহায়তায় বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

আটক বীরেশ্বর দাশ গুপ্ত জানান, তিনি কুল্যার মোড় থেকে গৌরেশ্বর নদী এলাকায় যাওয়ার উদ্দেশ্যে নিজ হাতে তৈরি নৌকায় যাত্রা করেছিলেন। তবে জোয়ার-ভাটার হিসাব ভুল করায় ভাটির স্রোতে ভেসে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক বীরেশ্বর দাশ গুপ্তকে আটক করে মামলা দায়েরের পর বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”