বানিয়ে নিলেন বাবর আজম। চলটি সাউথ আফ্রিকা সিরিজে একাধিক রেকর্ড নিজের করে নিলেন তিনি। কিন্তু টি ২০ ফরমেটে যতই রান তিনি করুকনা কেনো মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচনা তার পিছু ছারেনি। তারি ধারাবাহিকতায় এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাবর আজমকে দল থেকে বাদ দেন পাকিস্তান টিম। কিন্তু সমালোচনার মুখে চলতি সিরিজে তাকে আবার দলে অন্তর্ভুক্ত করে। আর এখানে তিনি মুদ্রার দুই পিট দেখিয়ে দেন। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে আবারো সমালোচিত হন, দ্বিতীয় ম্যাচে ১১ রান করেন তাতেই তিনি ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে (৪২৩১) পিছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন বাবর আজম,আর তৃতীয় ম্যাচে ব্যাট করতে নেবে অনবদ্য ৬৮ রানের ইনিংস উপহার দেন। আর এ পঞ্চাশোর্ধ ইনিংসের মাধ্যমে তিনি পিছনে ফেলে দেন আর এক ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে (১০০-১ ৫০ -৩৮) ৩৯ পঞ্চাশোর্ধ ইনিংস। এখন বাবর আজমের ৪৩০২ রানের সঙ্গে ১০০ – ৩, ৫০- ৩৭ মোট ৪০ পঞ্চাশোর্ধ ইনিংস। তার হাতের নাগালে আরো কয়েকটি রেকর্ড হাতছানি দিচ্ছে,( সবচেয়ে বেশি ৪ ও বেশি ৫০)আর এভাবে বাবর আজম টি ২০ ক্রিকেটকে নিজের সাম্রাজ্য বানিয়ে নিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
টি ২০ ক্রিকেটের নতুন রাজা বাবর আজম
-
রিপোর্টার - আপডেট সময়: ০৮:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:











