আজ শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ফের বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে বুধবার বিকেলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলারটি আটক করা হয়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফ, বি এনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। এ ট্রলারটি সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে এদেশীয় জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল। আটক ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

আটক ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী। এরপর আটক জেলেদেরকে থানায় হস্তান্তর করে। আটককৃতদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন (পনেরোশ কেজি) টুনা ফিশ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ মাছ নিলামে বিক্রি কিংবা অন্য যে কোনো প্রক্রিয়া সম্পন্নের জন্য পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর একটি, গত জুলাই মাসে দুইটি ও আগস্ট মাসে একটি ভারতীয় ফিশিং ট্রলার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে আটক করে নৌবাহিনী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

আপডেট সময়: ০৩:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ফের বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে বুধবার বিকেলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলারটি আটক করা হয়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফ, বি এনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। এ ট্রলারটি সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে এদেশীয় জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল। আটক ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

আটক ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী। এরপর আটক জেলেদেরকে থানায় হস্তান্তর করে। আটককৃতদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন (পনেরোশ কেজি) টুনা ফিশ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ মাছ নিলামে বিক্রি কিংবা অন্য যে কোনো প্রক্রিয়া সম্পন্নের জন্য পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর একটি, গত জুলাই মাসে দুইটি ও আগস্ট মাসে একটি ভারতীয় ফিশিং ট্রলার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে আটক করে নৌবাহিনী।