বাদশাহী বার্তাঃ আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে বাগদা চিংড়িতে জেলি পুশ করার অপরাধে ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। ক্যাম্প কমান্ডার লে. আসিফ হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল গনি গাজীর পুত্র মোঃ ওসিকুল (৫৩) ও নুর আলী গাজীর পুত্র মোঃ শরিফুল ইসলাম (৩০)কে ১২টি সিরিঞ্জ সহ বাগদা চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করার সময় হাতেনাতে জব্দ করেন। জব্দকৃত মাছ আশাশুনি ক্যাম্পে এনে ৮০কেজি বাগদা চিংড়ি জেলি পুশ করা ও ২০কেজি ভালো বাগদা চিংড়ি শনাক্ত করেন। এরমধ্যে ৮০কেজি বাগদা চিংড়ি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ২০কেজি ভালো বাগদা চিংড়ি উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পরবর্তীতে এই ধরনের অপরাধযোগ্য কাজ আর কখনো করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
আশাশুিতে সেনাবাহিনীর অভিযানে পুশকৃত বাগদা জব্দ।
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- ২৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















