উত্তাম কুমার রায়।।আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট বিষয়ে গ্রাম পুলিশদের অবহিত করন সভা করলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা মিলন সাহা।গতকাল উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের উপস্হিতিতে জাতীয় সংসদ ও গণভোট সফল করনে দায়িক্ত, কর্তব্য সম্বলিত দিক দির্দেশনা মূলক বক্তব্য রাখেন।এ সময় উপস্হিত চিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটায় গ্রাম পুলিশদের অবহিত করন সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:১৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- ৫৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















