শহিদুল মাষ্টার: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম। তিনি বলেন, “২৮ অক্টোবর ২০০৬ সাল জাতির ইতিহাসে এক কালো দিন। ওইদিন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শাহাদাতবরণ করেন এবং আহত হন সহস্রাধিক নেতা-কর্মী।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ. এম. ইমদাদুল হক। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, মাওলানা আনোয়ারুল ইসলাম, এবং ইসলামী ছাত্রশিবির দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের লগি-বৈঠা হামলার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
রিপোর্টার 














